How to Display “C Programming in Bangla” with C Programming Details in Bangla -01
How to Display “ C Programming in Bangla” with C Programming
“C Programming in Bangla” প্রদর্শন করার জন্য একটি সাধারণ সি প্রোগ্রাম লিখ । যেহেতু, এটি একটি খুব সাধারণ প্রোগ্রাম, এটি প্রায়ই একটি প্রোগ্রামিং ভাষা শিখা শুরু করতে ব্যবহৃত হয়।
এই প্রোগ্রামটি কম্পাইলারে রান করে দেখঃ
#include <stdio.h>
int main()
{
printf("C Programming in Bangla");
return 0;
}
Output:
C Programming in Bangla
এখানে দেখো, তোমার প্রোগ্রামটি স্ক্রিনে C Programming in Bangla প্রিন্ট করেছে। কারণ, printf(“ “); এই ফাংশনের ভিতরে আমরা যা লিখবে তাই ডিসপ্লেতে আউটপুট হিসেবে দেখাবে।
কিভাবে “C Programming in Bangla” প্রোগ্রাম কাজ করে?
1) #include<stdio.h> একটি প্রি-প্রসেসর কমান্ড।
এই কমান্ডটি প্রোগ্রামের stdio.h (স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট) ফাইলের
বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে কম্পাইলারকে বলে।
2) এই ফাইলগুলোকে বলে হেডার (header) ফাইল (.h হচ্ছে হেডার ফাইলের
এক্সটেনশন)।
3) stdio.h ফাইলে যথাক্রমে ইনপুট এবং ডিসপ্লে আউটপুট নিতে scanf()
ও printf() এর মতো ফাংশন রয়েছে।
4) যদি তুমি #include<stdio.h> না লিখে printf() ফাংশন ব্যবহার করে
তবে প্রোগ্রামটি চলবে না।
5) int main() ও main() ফাংশনটি হল সি ভাষায় প্রতিটি প্রোগ্রামের এন্ট্রি
পয়েন্ট অর্থাৎ প্রোগ্রামের শুরু।
6) সি ল্যাঙ্গুয়েজে প্রতিটি স্টেটমেন্টের পরেই একটি সেমিকোলন থাকে।
7) একটি স্টেটমেন্টের কাজ শেষ হলে পরের স্টেটমেন্টের কাজ শুরু হয়।
8) return 0; ও একটি স্টেটমেন্ট, তাই এটিও সেমিকোলন দিয়ে শেষ
করতে হয়েছে।
9) return 0 স্টেটমেন্ট এর মান ০ হলে প্রোগ্রামটি সঠিকভাবে রান করবে ।
10) return 0 স্টেটমেন্ট এর মান ১ হলে প্রোগ্রামটি সঠিকভাবে রান করবে
না ।
Next Topic:
Print an Integer in C Bangla Tutorial-C Programming Examples
Originally published at https://www.codeshikhi.com.