ডাটা টাইপ ~Data Types in C Programming in Bangla -05

Ashraf uddin
1 min readOct 13, 2019

--

ডাটা টাইপ ~Data Types in C Programming in Bangla -05

ডাটা টাইপস্ (Data Types):

একটা ভেরিয়েবল যে টাইপের ডাটা স্টোর (store) করে রাখে, তাকে ডাটা টাইপ বলে। যেমন — ইন্টিজার (integer), ফ্লোট (float) ইত্যাদি।

সি-তে চার ধরনের ডাটা টাইপ রয়েছেঃ

বেসিক ডাটা টাইপস্ (Basic Data Types):

বেসিক ডাটা টাইপগুলো হয় পূর্ণসংখ্যা (integer) অথবা ভগ্নাংশ (floating) ভিত্তিক হয়ে থাকে। সি-প্রোগ্রামিং চিহ্ন (signed) ও চিহ্ন ছাড়া (unsigned) দুই ধরনের টাইপ-ই সাপোর্ট করে।

বেসিক ডাটা টাইপগুলোর মেমরী সাইজ ৩২ অথবা ৬৪ বিট অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

Originally published at https://www.codeshikhi.com.

--

--

No responses yet